নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ঠাকুরপুর গ্রামে গায়ে হলুদের দিন প্রেমিকের হাত ধরে প্রেমিকা উধাও হবার ঘটনা ঘটেছে।মেয়ের পরিবার শেষ মেষ মান সম্মান বাঁচাতে তার ছোট মেয়ের সাথে বিয়ে দিয়েছে। জানা গেছে ঠাকুরপুর গ্রামের বাবলু কল্লার কলেজ পড়ুয়া কন্যা রুমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের হারুন গুলদারের ছেলে হোসেন ওরফে নাজমুল।দীর্ঘদিনের প্রেম সম্পর্কে তারা বিভিন্ন জায়গায় অবাধে মেলামেশা করতে থাকে। বিয়ে ঠিক করলে রুমা তার বিয়ের একদিন আগে তার প্রেমিক হোসেন ওরফে নাজমুলের হাত ধরে অজানার উদ্দশ্য পাড়ি জমায়।নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন বলেন রুমা গোপনে ২ মাসের অন্তসত্তা। তাই লোকলজ্জার ভয়ে সে প্রেমিকের হাত ধরে পালিয়েছে।তবে অনেকে বলেন রুমা ও হোসেন গোপনে অনেক আগে বিয়ে করেছে।এ বিষয়ে রুমার পিতা ঘটনার সত্যতা স্বীকার বলেন তার মেয়ে হোসেনের হাত ধরে চলে গেছে।পরে সে তার ছোট মেয়ে জান্নাতুলের সাথে রুমার সাথে বিয়ে ঠিক করা ছেলের বিয়ে দিয়েছে।সে আরো জানায় হারুন গুলদারের পরিবারের সাথে তার পরিবার কোন ভাবেই খাপ খাইনা।তাই এ সম্পর্ক মেনে নেবার প্রশ্নই উঠেনা।তবে এবিষয়ে হারুন গুলদার মেয়েটির অন্তসত্তার বিষয়ে অস্বীকার করে বাকি ঘটনার সতত্যা স্বীকার করে বলেন তাদের দুজনে সব ঠিক হয়ে গেছে।