নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাগানপাড়ায় সিসি ড্রেন, ইট ঢালাইসহ রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় বাগানপাড়ার জিন্নার বাড়ির সামনে থেকে ইন্নার বাড়ি পর্যন্ত এ কাজের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর সুলতানা আরা রতœা, ঠিকাদার মো. মর্তুজা, পৌরসভার সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান কাওছার, জেলা দোকান মালিক
সমিতির প্রচার সম্পাদক মাফিজুর রহমান মাফি, স্থানীয় মুরব্বি জাহাঙ্গীর আলী শেখ, আবু তালেব, শেখ টিপু সুলতান, পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সামী তাপু, ছাত্রলীগের নেতা মারুফ প্রমুখ। পরে প্রকল্পের সমৃদ্ধি ও পৌরবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়। প্রকল্প সূত্র জানিয়েছে, চুয়াডাঙ্গা পৌরসভার বার্ষিক উন্নয়ন তহবিল এডিবির অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।