ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বুধবার বাংলা নববর্ষ উপলক্ষে মাস্ক ক্যাম্পেইনে নিত্যপণ্যের জন্য কাঁচাবাজারে আসা সাধারণ মানুষদের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা মো. রইছ উদ্দিন।
অনুষ্ঠানে অংশ নেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, স্বজন আশিকুর রহমান সোহাগ, ব্যবসায়ী হারুন মিয়া, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম