সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্যাংকলরি-টেম্পোর সংঘর্ষে ২ যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পৌরসভা এলাকার হাইলাগাটি ব্রিজ এলাকায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজি টেম্পোচালক উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের কয়রা জঙ্গলখামার এলাকার আফজাল সরকারের ছেলে আবু সামা (৩৫) ও সিএনজিযাত্রী একই এলাকার মৃত ইছাক আলীর ছেলে আলতাব হোসেন (৩৪)। আহত হন সিএনজিযাত্রী নাটোরের বড়াইগ্রামের নাসির হোসেন (৩৫)।
এ বিষয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মঞ্জুরুল আলম জানান, এ দিন দুপুর ২টার দিকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে একটি ট্যাংকলরি বগুড়ার দিকে যাওয়ার সময় ট্যাংলরিটি হাইলাগাটির কাছে এসে পৌঁছলে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া সিএনজি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সামাকে মৃত ঘোষণা করেন। এর কিছু সময় পর আলতাবকেও মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্যাংকলরি ও সিএনজি টেম্পো আটক করে নিয়ে যায়। এ দুর্ঘটনার সময় ট্যাংকলরির চালক-হেলপার পালিয়ে যায়।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, বেপরোয়া গতির সিএনজি টেম্পোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।