চাঁদপুরে করোনাভাইরাস প্রতিরোধ ও এক সপ্তাহের লকডাউন বাস্তবায়নে শহরের ৪টি কাঁচাবাজার স্থানান্তর করে উন্মুক্ত স্থানে নেয়া হয়েছে। বুধবার ভোর থেকে এসব বাজারগুলো স্থানান্তর করতে সরেজমিন তত্ত্বাবধান করেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। জেলা প্রশাসক বলেন, করোনা বিস্তার রোধে ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে কাঁচাবাজারগুলোকে উন্মুক্ত স্থানে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় আজ ভোর থেকেই পালবাজার, ওয়্যারলেস বাজার এবং বাবুরহাট বাজার পরিদর্শন করা হয়। এ সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান স্থানান্তর করে শহরের পালবাজার থেকে পৌরসভা ইদগাহ মাঠে, বাবুরহাট বাজার থেকে বাবুরহাট কলেজ মাঠে, বিপণীবাগ বাজার চাঁদপুর সরকারি কলেজ মাঠে, ওয়্যারলেস বাজার গাছতলা ব্রিজের নিকট নেয়া হয়। তিনি বলেন, এসব বাজারগুলো পরিদর্শনকালে আমরা ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছি। যেন বাজারে আসা লোকজন উন্মুক্তস্থানে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করতে পারে। এসব কাজে সার্বিক সহযোগিতা করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দাউদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) অসীম চন্দ্র বণিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আবদুর রশিদ, পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্যরা। এছাড়াও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সমন্বিতভাবে কাজ করেন।