বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ১০:২১ পূর্বাহ্ন

স্ত্রীর পরকীয়া, পুকুরে ভেসে উঠল দিনমজুরের মরদেহ

হাফিজুর রহমান, স্টাফ রিপোর্টার / ১০৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ১০:২১ পূর্বাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে ছবেদ আলী নামের এক দিনমজুরের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মামুদনগর ইউপির চারাবাগ গ্রামের পরশ আলীর পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার গোপালপুর রান্ধুনি পাড়া গ্রামের রমেজ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) বাহালুল খান বাহার। ছবেদ আলী বিয়ের পর থেকে চারাবাগ গ্রামে তার মামা শ্বশুর রাইজুদ্দিনের বাড়িতে বসবাস করতেন। স্ত্রীর পরকীয়া প্রেমের কারণে নিহত শ্রমিক সাংসারিক জীবনে অশান্তিতে ছিলেন বলে জানা গেছে। শুক্রবার ভোরে প্রতিদিনের ন্যায় দুই সন্তানের বাবা ছবেদ আলী কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকাল ৭ টার দিকে পরশ আলীর পুকুরে ছবেদ আলীর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তার কপালে ও মাথায় রক্ত ক্ষরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। এ দিকে এলাকাবাসীর ধারণা কে বা কারা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে গেছে । ইউপি সদস্য জরিনা বেগম জানান, ছবেদ আলী একজন দরিদ্র কৃষি শ্রমিক। জানা মতে তার কোনো শত্রু ছিল না। তবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন ছিল দীর্ঘদিনের। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা এ নিয়ে এলাকায় গুঞ্জন চলছে বলেও তিনি জানান। নাগরপুর থানার ওসি আনিসুর রহমান জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। এ ঘটনায় নিহত ছবেদ আলীর ছেলে আলমগীর হোসেন থানায় অভিযোগ করেছেন। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর