বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০৪:৫৭ অপরাহ্ন

দামুড়হুদার বিভিন্ন স্থানে বিজিবির চোরাচালানবিরোধী অভিযান ভারতীয় গরু, ফেনসিডিলসহ মিনারুল আটক

Reporter Name / ১৫৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১, ০৪:৫৭ অপরাহ্ন

শিমুল রেজা,নিজস্ব প্রতিবেদনঃ দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ, ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ও গত শনিবার পৃথক অভিযানে চোরাচালানসহ এই আসামিকে আটক করা হয়।চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মো. ইমাম হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রোববার রাত আনুমানিক তিনটায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. রফিকুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ফুলবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৫/৭৯-টি হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী মাঠ নামক স্থান হতে একটি ভারতীয় গরু উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। উদ্ধার হওয়া গরু দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই দিন রাত আনুমানিক চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েক মো. সাইফুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৮ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ নামক স্থান হতে দুটি ভারতীয় মহিষ উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। আটক হওয়া মহিষ দর্শনা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। অপরদিকে গত শনিবার রাত আনুমানিক আটটায় গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল হান্নান ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ঠাকুরপুর গ্রামের মাঠ থেকে পাঁচ বোতল ফেনসিডিলসহ মিনারুল (৩৫) নামের একজনকে আটক করেছেন। আটক মিনারুল পিরপুরকুল্লা গ্রামের মজিবুর রহমানের ছেলে। উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ হাজার টাকা। উদ্ধার হওয়া ফেনসিডিলসহ আসামিকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর