বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৪:১১ অপরাহ্ন

সাতক্ষীরার পাটকেলঘাটা মজুমদারের তেলবাহী ট্রাক দিয়ে হত্যার প্রতিবাদে ও ড্রাইভারের ফাসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন।

Reporter Name / ১৪১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৪:১১ অপরাহ্ন

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার পাটকেলঘাটা হারুন আর রশিদ ডিগ্রী কলেজের বায়োলজি বিভাগের প্রভাষিকা জাহানারা খাতুন কে গত শনিবার সকালে মজুমদারের তেলবাহী ট্রাক দ্বারা হত্যার প্রতিবাদে ও ড্রাইভারের ফাসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তালা পাটকেলঘাটার বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রী এবং শিক্ষক বৃন্দ। আজ রবিবার সকালে সাতক্ষীরার পাটকেলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বিভিন্ন কলেজের হাজার হাজার ছাত্রী ও শিক্ষক বৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।


এ সময় খুনি ড্রাইভারের ফাসির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান, পাটকেলঘাটা হারুন আর রশিদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ারুল হক, কুমিরা মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল শহিদুল ইসলাম, শালিকা কলেজের অধ্যক্ষ বিধান কুমার দাশ, সীমান্ত আদর্শ কলেজের অধ্যক্ষ আজুজুল ইসলাম, দলুয়া শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম,প্রভাষক গাজী সুজায়েত আলী, জেলা কৃষক লীগের সভাপতি বাবু বিশ্বজিত সাধু, সাংবাদিক জহরুল হক, প্রভাষক ও সাংবাদিক নাজমুল হক, প্রভাষক এম এ আব্দুল গফফার, সরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকরামুল ইসলাম প্রমুখ। বক্তগন ঘাতক ড্রাইভারের দ্রুত ফাসি কার্যকর হয় সেই ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি আহব্বান জানান । সার্বিকভাবে অনুষ্ঠান পরিচালনা করেন কুমিরা মহিলা কলেজের অধ্যাপক মুস্তাফিজুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর