শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
ইউএনওদের মতোই উপজেলা চেয়ারম্যানদেরও নিরাপত্তা দেওয়ার নির্দেশ গ্রামীণ খেলা গ্রামেই আছে সাতক্ষীরায় জামায়াতের ১০ নারীকর্মী আটক সন্তান পরিচয়ে বৃদ্ধাকে হোটেলে ফেলে রেখে গেল ‘ছেলে’ তরুণীর শ্বশুরবাড়িতে গিয়ে জনতার হাতে ধরা প্রেমিক অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই: শিক্ষামন্ত্রী ‘ছুটির ঘণ্টা’র মতো আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছিল ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ অপরাধীদের কাছে আতঙ্কের নাম বলে ব্যাপক প্রচারণা পেয়েছে:দর্শনা থানার ওসি মাহাব্বুর রহমান কাজল: তৎপরতায় আইন-শৃঙ্খলার উন্নতি, জনমনে স্বস্তি মুজিবনগরে নিখোঁজ হওয়ার ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

‘নেইমার সময়ের সেরা, মেসি সর্বকালের সেরা’

স্পোর্টস ডেস্ক / ৫৭ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:৩৪ পূর্বাহ্ন

ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ী খেলোয়াড় দানি আলভেস। পেশাদার ক্যারিয়ারে জিতেছেন রেকর্ড ৪৩ টি শিরোপা। বার্সেলোনা, জুভেন্টাস ও পিএসজির হয়ে মাঠ মাতিয়েছেন। এখন খেলছেন ব্রাজিলের ক্লাব সাও পাওলোতে।

ইতিহাসের সেরা রাইট ব্যাকদের একজন ব্রাজিলের এই খেলোয়াড়। বয়স ৩৮ হলেও ব্রাজিলের হয়ে অলিম্পিকে খেলার জন্য ডাক পেয়েছেন।

কোপা আমেরিকা ও অলিম্পিকের প্রস্তাবের বিষয়ে সম্প্রতি ফিফার পক্ষ থেকে আলভেসের একান্ত সাক্ষাৎকার নেওয়া হয়।

আর সব প্রশ্নের ফাঁকে বর্তমান সময়ের সেরা দুই তারকা নেইমার ও লিওনেল মেসির ব্যাপারে জিজ্ঞেস করা হয় তাকে। তাকে জিজ্ঞেস করা হয়, কে সেরা নেইমার না মেসি?

সে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। কারণ দুজনের সতীর্থ হয়েই খেলার অভিজ্ঞতা রয়েছে এই রাইট ব্যাকের।

জবাবে দানি আলভেস জানান, নেইমার সময়ের সেরা তবে মেসি সর্বকালের সেরা।

তিনি বলেন, ‘অত্যন্ত বিরল প্রতিভাধর নেইমার। কিন্তু সে উপযুক্ত সম্মান পায় না। আমাদের দেশে সফল হওয়াটা যেন একটি বড় অন্যায়। আমি মনে করি, নেইমারকে ব্রাজিলিয়ান হওয়ার মূল্য পরিশোধ করতে হচ্ছে। সে যদি অন্য দেশের হত, তাহলে ফুটবলে তার অবদান, কীর্তির জন্য জন্য ব্রাজিলিয়ানরা তাকে আরো উপরে রেখে মূল্যায়ন করতো।’

নেইমারের ভূয়সী প্রশংসা করে আলভেস বলেন, ‘ব্রাজিলিয়ান খেলোয়াড়দের যাদুকরী খেলা আমাকে ফুটবলের প্রেমে পড়তে বাধ্য করেছিল, তাদের দেখে ফুটবলে আসক্ত হই। কিন্তু এরপর ফুটবলটা কেমন যেন বিরক্তিকর হয়ে গেল। ছন্দ, কসরত রেখে শারীরিকটা বেশি দেখা দিল। অনেকেই এতে আগ্রহ হারাল। কিন্তু নেইমার যখন এলো, ব্রাজিলের শিশুরা ফেরফুটবল খেলাকে ভালবাসতে শুরু করল। ফুটবল হবে ছবির মত, যা হবে সুন্দর। যেটা নেইমারের খেলায় দেখা যায়। তার মত যাদুকরী আর কেউ নেই। আমি ফুটবলকে খুব ভালবাসি এবং আমি নেইমারের খেলা দেখতেও খুব ভালবাসি। সে সময়ের সেরা।’

এরপর আলভেসের সরল স্বীকারোক্তি, ‘আমি শুধু তাদের ব্যাপারেই বলতে পারি, যাদের সঙ্গে আমি খেলেছি। বেশ কিছু অসাধারণ প্রতিভা দেখেছি, তবে তারা লম্বা সময় ধরে সর্বোচ্চ পর্যায়ে মান ধরে রাখতে পারেনি। তাই  আর্জেন্টাইন হওয়া সত্ত্বেও, আমি স্বীকার করছি, মেসিই সর্বকালের সেরা ফুটবলার


এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর