শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে ৩ জন আসামি আটক দামুড়হুদার কুতুবপুরে আপন ব্রিকস টি-টোয়েন্টি টূর্নামেন্টের উদ্বোধন কোটচাঁদপুর কালিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১আহত-৪ ঝিনাইদহে স্বামীর নির্যাতনে স্ত্রী নিহত খুলনায় নিখোঁজ শিশুর মরদেহ মিলল ডোবায় দামুড়হুদার কুড়ুলগাছি সীমান্তে সড়কে মিলল আড়াই কেজি সোনা দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক জেলা গোয়েন্দা শাখার (ডিবি), মাদক বিরোধী অভিযানে ছয়শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ আটক- ১ মানবতার কল্যাণ ফাউন্ডেশন রংপুর বিভাগের মিলনমেলা-২০২১ এক সময় তারকা সংকট দেখা দিলে এদেশে কাজ করতে এসেছেন মুনমুন সেন, ঋতুপর্ণা সেনগুপ্তসহ আরও অনেক নায়িকারা

ওষুধ নিয়ে বাড়ি ফেরা হলো না নুরীর

স্টাফ রিপোর্টার / ৮০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০১:২৬ পূর্বাহ্ন

ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে অটোরিকশা করে বাড়ি ফেরা হলো না নুরী আক্তার নামের এক শিশুর। বালু ভর্তি ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই নুরী নিহত হয়। এ সময় তার সঙ্গে অটোরিকশায় থাকা নানা আব্দুর রশিদ ও রিকশা চালক হবিবর রহমান গুরুতর আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১ টায় সদর উপজেলার মোগলহাট ইউপির মোগলহাট-লালমনিটহাট সড়কের ভাটারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরী আক্তার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউপির দক্ষিণ গোবদা (ভিতরকুঠি) গ্রামের নজির হোসেনের শিশু কন্যা। অভাবে নুরী একই উপজেলার ভেলাবাড়িতে তার নানা আব্দুর রশিদের বাড়িতেই থাকতো। বাবা নজির হোসেন ঢাকায় থাকেন। জানা যায়, মোগলহাট থেকে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে অটোরিকশা যোগে নানা বাড়ি ভেলাবাড়ি যাচ্ছিলো নুরী আক্তার। ভাটারপাড় এলাকায় আসলে দ্রুত গতির একটি বালু ভর্তি ট্রাক্টর পেছন দিক থেকে ধাক্কা দিলে নুরীর মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রিকশায় থাকা তার নানা ও রিকশা চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এসে গুরুতর আহত অবস্থায় নুরীর নানা নজির হোসেন ও রিকশা চালক হবিবরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এ সময় স্থানীয় লোকজন ঘাতক ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়ে যায়। নুরীর মা মৌসুমী আক্তার জানান, কয়েকদিন থেকে জ্বর ছিল নুরীর। এজন্য সকালে তাকে ডাক্তার দেখানোর জন্য মোগলহাট পুলিন ডাক্তারের কাছে নিয়ে যায় তার নানা। ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফেরার পথেই এ ঘটনা ঘটে। লালমনিরহাট সদর থানার ওসি শাহা আলম ডেইলি বাংলাদেশকে জানান, ঘটনার পর পরই সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ট্রাক্টর ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি থানায় নিয়ে আসা হচ্ছে। তবে ঘাতক ট্রাক্টরটি আটক করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর