হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :জীবননগর উপজেলায় উথলী ক্রিকেট একাদশের আয়োজনে মুজিব শতবার্ষিকী ক্রিকেট টুর্নামেন্টের ৩য় কোয়ার্টার ফাইনাল খেলায় মিনাজপুর ক্রিকেট একাদশ কে ১৭ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে উথলী রাবা ফাউন্ডেশন ক্রিকেট একাডেমি।আজ(২৬ জানুয়ারী) মঙ্গলবার বিকাল ৩ টাই উথলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মিনাজপুর ক্রিকেট একাদশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৮ রান করে উথলী রাবা ফাউন্ডেশন ক্রিকেট একাডেমি। ১০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উথলী ক্রিকেট একাদশের নিয়ন্ত্রিত রোলিং ৭ উইকেট হারিয়ে ৯১ রানে থেমে যায় মিনাজপুর ক্রিকেট একাদশের ইনিংস।ফলে উথলী ক্রিকেট একাদশ ১৭ রানে জয়লাভ করে।ব্যাটে-বলে অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের জন্য উথলী রাবা ফাউন্ডেশন ক্রিকেট একাডেমির রায়হান উদ্দিনের হাতে ইসলামি ব্যাংক উথলী এজেন্ট শাখার সৌজন্যে ম্যান অব দ্যা ম্যাচের পুরষ্কার তুলে দেওয়া হয়।খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন শেখ ইদ্রিস আলী ছোট ও শাহিন আলম সিন্টু।আগামী শুক্রবার টুর্নামেন্টের ৪র্থ ও শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ মুখোমুখি হবে কলাবাড়ি রামনগর ক্রিকেট একাদশ ও মহেশপুর লড়াইঘাটা ক্রিকেট একাদশ।