শৈলকুপা প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উন্নয়ন উপবৃত্তি প্রদান করা হয়েছে। প্রভাষক উজ্জল আলীর ব্যক্তি উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় প্রভাষক উজ্জল আলীর ব্যক্তি উদ্যোগে উপজেলার সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার এ উপবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে ঢাকার মোহাম্মদপুর মহিলা কলেজের প্রভাষক উজ্জল আলীর সভাপতিত্বে ও ভাটবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ইলিয়াস কাঞ্চনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপেজলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা।
বিশেষ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, কাতলাগাড়ী কলেজের অধ্যক্ষ মো: মতিয়ার রহমান।
অন্যান্যের মধ্যে কাতলাগাড়ী ক্যাম্প ইনচার্জ দেলোয়ার হোসেন, কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, নাদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, ভাটবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকবর হোসেন, তেঘরিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, সাবেক ইউপি সদস্য আজিজুল ইসলাম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকমন্ডলী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে ৫৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষার উন্নয়ন উপবৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানে সার্বিকতায় ছিলেন “অবিরাম উন্নয়নে বাংলাদেশ” এর সভাপতি উজ্জল আলী।