এনায়েত হোসেন, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ আজ মঙ্গলবার নোয়াখালীর দ্বীপ হাতিয়ার মেঘনা নদী থেকে ৬০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা ইলিশ মাছ জব্দ করে কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন বিসিজি স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিৎ বড়ুয়া জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিসিজি স্টেশন হাতিয়া থেকে কোস্ট গার্ডের একটি টিম মেঘনা নদীতে বিকাল ৩টার সময় অভিযান চালিয়ে চর জাগলা সংলগ্ন নদী থেকে একটি ফিশিং বোট তল্লাশি করে আনুমানিক ৫০ কেজি জাটকা ইলিশ ও ৬০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করতে সক্ষম হয়।পরে জব্দকৃত কারেন্ট জাল গুলো আগুনে পোড়ানো হয় এবং জাটকা ইলিশ মাছ এতিমখানা ও গরীব অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।এছাড়া আমাদের এই অভিযান মেঘনা নদীতে অব্যাহত থাকবে।