ফরিদপুর প্রতিবেদকঃ ফরিদপুর জেলার সদরপুর থানা পুলিশের এসআই মো.আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজা সহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় নগদ ২ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৯ জানুয়ারি) সকালে কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারী গ্রামে গাঁজা ব্যবসায়ী শফি তালুকদার (৪৫) ও তার ছেলে মো. সাকিল তালুকদারকে (২৫) গ্রেপ্তার করা হয়।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শফি তালুকদার ও তার ছেলে দীর্ঘ দিন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এলাকায় তারা মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। বাবা-ছেলের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।এ ঘটনায় সদরপুর থানা পুলিশ বাদী হয়ে বাবা-ছেলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।