হাফিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ বিদায়ী বছরের শেষ দিন লণ্ডন থেকে ঢাকা ফিরেই অনুদানের অর্থ সহায়তায় নির্মিত ‘ফিরে দেখা’ ছবির চিত্রনাট্য মাজাঘষার কাজে মনোযোগ দিয়েছেন এক সময়ের দাপুটে নায়িকা রোজিনা। পরিচালনার পাশাপাশি এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করবেন তিনি। আগামী মার্চ থেকে ছবিটির শুটিং শুরু হবে। একইসঙ্গে দীর্ঘ ১৪ বছর পর তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন। ঢাকার চলচ্চিত্রের ‘রাজকন্যা’ হিসেবে পরিচিত রোজিনা গণমাধ্যমকে জানিয়েছেন, এখন ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। গান রেকর্ডিংয়ের কাজ করবেন এবং একইসঙ্গে শিল্পীও নির্বাচন করা হচ্ছে। তিনি বলেন, ‘আমি লণ্ডন থেকে ফেরার কারণে আপাতত ১৫ দিন সেলফ-আইসোলেশনে আছি। ফোনে সবার সঙ্গে যোগাযোগ হচ্ছে। আমার আগের ইউনিটতো আছেই।’ ২০১৯-২০ অর্থবছরে চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন রোজিনা। গল্পটি তার নিজের। রোজিনা জানালেন, ‘ফিরে দেখা’র গল্পটি মুক্তিযুদ্ধকালীন সত্যিকারের একটি ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে। ১৯৭১ সালে তার নানাবাড়ি গোয়ালন্দের একটি পরিবারের ঘটনার ওপর ভিত্তি করে ছবিটি নির্মিত হবে। এর আগে রোজিনা জানান, ছবিতে তার বিপরীতে ইলিয়াস কাঞ্চনকে নেওয়ার পরিকল্পনার কথা। তবে এই প্রজন্মের একটি জুটিকেও নেওয়া হচ্ছে বলে জানালেন তিনি। নতুন এই দু’জনকে কি চূড়ান্ত করা হয়েছে? প্রশ্ন রাখলে রোজিনা বলেন, সেটি এখনই জানাতে পারছিনা। শুটিংয়ের যাওয়ার আগে সবাইকে আনুষ্ঠানিক সবকিছু জানাতে চাই। ছবিটির জন্য রোজিনা সরকারি অনুদান পেয়েছেন ৫০ লাখ টাকা। রোজিনা বলেন, ‘ছবির জন্য যে গল্প বেছে নিয়েছি তা সঠিকভাবে পর্দায় তুলে আনতে অনেক টাকার প্রয়োজন।’ তবে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। রোজিনা জানান, ফিরে দেখা নির্মাণে তার এক কোটি টাকার বেশি খরচ হবে। অনুদানের বাইরে বাকী ৫০ লাখ টাকা নিজেই লগ্নী করবেন বলে জানান তিনি।