স্টাফ রিপোর্টারঃ নানির মৃত্যু শোক সইতে না পেরে নানীর লাশের উপর কান্নারত অবস্থায় মুত্যু হয় এক কলেজছাত্রীর। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা সদরে বড়দিঘিরপাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে, ওই কলেজছাত্রীর নাম চৈতি রানী ভৌমিক। সে আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াইহাজার এলাকার মৃত কালিপদ মিত্রের স্ত্রী অঞ্জলা রানী মিত্র বার্ধক্য জনিত কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। এ ঘটনার সংবাদ পেয়ে অঞ্জলা রানীর বড় মেয়ে শিপ্রা রানীর মেয়ে চৈতি রানী ভৌমিক নানিকে ধরে কান্নাকাটি করতে থাকে। এ সময় কান্নারত অবস্থায় চৈতি জ্ঞান হারিয়ে ফেলে। পরে বাড়ির লোকজন তাকে অজ্ঞান অবস্থায় স্থানীয় জবেদ আলী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।পারিবারিক সূত্রে জানা গেছে, নানী অঞ্জলা রানী মিত্রের অত্যধিক প্রিয় ছিল নাতিন চৈতি। তারা বেশিরভাগ সময় একসঙ্গে থাকতেন। চৈতি রানী ভৌমিক এলাকার শ্রীদাম ভৌমিকের ছোট মেয়ে।