হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকাল ১০ টার সময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলার চেয়ারম্যান আলী মুনছুর বাবু, এছাড়া আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক, দামুড়হুদা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, দামুড়হুদা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, বিজিবি কর্মকর্তা৷মদনা ইউনিয়নের চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম সহ আরো অনেকে।উক্ত অনুষ্ঠানে সভায় কমিটির সভাপতিত্ব করেন, দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন বক্তব্যে বলেন- উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ, ইউনিয়ন গ্রাম আদালতে বিচারধীন মামলা দ্রুত নিষ্পত্তি, যানজট নিরসন, মাদক নির্মূলসহ সবধরণের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে।এ ব্যপারে তিনি থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।