রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০, ০৪:৫৭ পূর্বাহ্ন

মেহেরপুর জেলার মুজিবনগর প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়া মামলায় সাবেক ছাত্রলীগ নেতা রোকন গ্রেপ্তার

Reporter Name / ৩০২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০, ০৪:৫৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার এলাকা থেকে প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নেওয়া মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রোকনুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মুজিবনগর থানার এএসআই উজ্জল হোসেন কেদারগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। আটক রোকনুজ্জামান রোকন মানিকনগর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। তিনি সম্প্রতি মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন।

মামলার এজাহারে জানা যায়, মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের নুর ইসলামের ছেলে রফিকুল ইসলামের সাত বছর আগে বিয়ে এ্কই উপজেলার সোনাপুর গ্রামের মুনছুর আলীর মেয়ে মৌসুমী খাতুনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তারা একটি কন্যা সন্তানের জন্ম দেন। ভাগ্যের চাকা ঘুরাতে বিদেশে পাড়ি জমায় রফিকুল। এরই মাঝে মুজিবনগর উপজেলার মানিকনগর গ্রামের রোকনুজ্জামান রোকনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে। মৌসুমী-রোকনের প্রেমের কথা শুনে প্রবাসী রফিকুল গত ১৫ আগষ্ট বাড়ি ফিরে আসেন। তার উপার্জিত নগদ ১ লক্ষ ৯৭ হাজার টাকা ঘরে রেখে দেয়। এর মধ্যে মৌসুমী পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে রোকনের হাত ধরে। সুযোগ বুঝে স্বামীর অনুপস্থিতিতে ১ লক্ষ ৯৭ হাজার টাকা ও ৩ লক্ষ টাকার সোনার অলঙ্কার নিয়ে গত ২৭ আগষ্ট সন্ধ্যার দিকে কণ্যা সন্তানকে রেখে রোকনের হাত ধরে পালিয়ে যায়। মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম জানান, প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রীকে ভাগিয়ে নেওয়ায় রোকনের বিরুদ্ধে মুজিবনগর থানায় রফিকুল ইসলাম বাদি হয়ে একটি মামলা দায়ের করা হয়। মামলায় তার স্ত্রী মৌসুমী খাতুন ও রোকনুজ্জামানকে আসামি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর