ঝিনাইদহ প্রতিবেদকঃ ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বল্লমের আঘাতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। ভাঙচুর করা হয় পাঁচটি বাড়িঘর। সোমবার (১২ অক্টোবর) সকালে শৈলকুপা উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সারুটিয়া ইউপির বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনের সঙ্গে গত নির্বাচনে পরাজিত চেয়ারম্যান জুলফিকার কাইসার টিপুর সমর্থকদের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে গতকাল সকালে ভাটবাড়িয়া গ্রামের বাসিন্দা টিপুর সমর্থক জালাল উদ্দিনের বাড়িতে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ছেলেদের মারধর করলে তাদের বাঁচাতে গেলে বল্লমের আঘাতে ঘটনাস্থলেই মারা যান জালালের মা সুফিয়া বেগম। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।