রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা কারাগারে মঙ্গলবার সকালে হাসমত শেখ নামে শিশু ধর্ষণ মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউপির দত্তপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। শিশু ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গত ৩০ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর রাজবাড়ী কারাগারে বন্দি ছিলেন তিনি। রাজবাড়ী জেলা কারাগারের জেল সুপার নাহিদা পারভীন জানান, হাজতি হিসেবে রাজবাড়ী কারাগারে আসার পর প্রথম দিকে তিনি সুস্থই ছিলেন। গত ৯ অক্টোবর থেকে তিনি অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন। যে কারণে কারাগারের হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়। মঙ্গলবার সকাল ৬টার দিকে তার অবস্থার অবনতি হওয়ায় রাজবাড়ী সদর নেয়া হচ্ছিল। পথে সকাল ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। তার মরদেহের সুরতহাল শেষে রাজবাড়ী সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আব্দুর রহমান জানান, হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের ডা. তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত না করে মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।