শেখ সাইফুল ইসলাম কবির:আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভাকক্ষে উপজলো প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম দুর্যোগ ঝুঁকি হ্রাস সুশাসন, নিশ্চিত করবে টেকশই উন্নয়ন এ বিষয়ের ওপর স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.নাসির উদ্দিন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, ফায়ার ব্রিগেট স্টেশন কর্মকর্তা সঞ্চয় কুমার দেবনাথ, ওয়ার্ল্ড ভিশনের সমর হালদার প্রমুখ। #