লেখক হাফিজুর রহমান
কালেমা তয়েবা সবাই পড়ি আমরা
লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
ইমান যদি শক্ত করো,
কালেমা তয়েবা বেশি বেশি পাঠ করো।
আমরা সবাই যিকির করি
লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
সত্য কথা বলতে হবে
ইসলাম মনে চলতে হবে,
কোরান শিক্ষা করতে হবে।