স্টাফ রিপোর্টারঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ধানক্ষেতে ফেলে রেখে যাওয়া এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউপির সোনাকান্দর গ্রামের আব্দুল বারেকের ধানক্ষেতের ড্রেন থেকে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়। স্থানীয় কৃষক আব্দুল বারেক জানান, নিজ জমিতে পানি সেচ দিতে গিয়ে ধান ক্ষেতের ড্রেনে একটি প্লাস্টিক ব্যাগ দেখতে পান। পরে কাছে গিয়ে ব্যাগের ভেতর নবজাতক শিশু দেখতে পেয়ে পাশের বাড়ির লোকজনকে খবর দেন। লোকজন ব্যাগটি সাবদুল ডাক্তারের বাগানে নিয়ে খুলে একটি নবজাতক ছেলে শিশুর লাশ দেখতে পান। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। শত শত নারী-পুরুষ উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। স্থানীয়রা সন্ধ্যায় নবজাতক শিশুটিকে দাফন শেষে সাবদুল ডাক্তারের বাগানে কবর দেয়। সরিষাবাড়ী থানার ওসি আবু মো. ফজলুল করীম বলেন, বিষয়টি জানার পর খোঁজখবর নেয়ার জন্য থানার এএসআই মোস্তফাকে পাঠানো হয়েছে। আমরা রহস্য উদঘাটনের চেষ্টা করবো।