কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ সমুদ্র থেকে অপহৃত সাত জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সদস্যরা। এ সময় মিয়ানমারের ডাকাত দলের ৫ সদস্যকেও আটক করা হয়েছে। আটকরা হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার আড়িপাড়া অঞ্চলের বাসিন্দা মো. বাকগুল্লা, মো. শুকুর, রবি আলম, নুরুল আমিন ও শফি আলম। টেকনাফ কোস্টগার্ড বিসিজি স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, সোমবার ভোরে নিয়মিত টহল থাকার সময়ে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউপির নোয়াখালীপাড়া থেকে ১২ কিলোমিটার দূরে সমুদ্র থেকে ৫ জন অস্ত্রধারী ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের নৌকা থেকে ৭ বাংলাদেশি জেলেকে বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সব জেলেরা টেকনাফের নোয়াখালীপাড়ার বাসিন্দা। এস ময় অপহরণকারীরা কোস্টগার্ডের উপর লম্বা কিরিচ ছুঁড়ে। এতে কোস্টগার্ডের এক সদস্য আহত হয়ে সুমদ্রে পড়ে যায়। কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, পরে কোস্টগার্ডও আত্মরক্ষার্থে দুই রাউন্ড গুলি চালায়। একপর্যায়ে ট্রলারসহ অপহরণকারীদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তিতে নৌকাটিতে তল্লাশি করে ২টি দেশীয় একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, ১০টি বিভিন্ন ধরনের বার্মিজ ধারালো অস্ত্র ও ১টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা আটক করা হয়। পরবর্তীতে ওই অভিযানে উদ্ধার হওয়া বাংলাদেশি জেলেদের ডুবে যাওয়া একটি নৌকা উদ্ধার করা হয়েছে। উদ্ধার জেলে ও আটকদের অস্ত্রসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।