স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুরে পৃথক ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর ও রোববার রাতে চট্টগ্রামের বেকুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। লক্ষ্মীপুর সদর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, সোমবার দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউপির পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে চকলেটের প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত বাতেন হোসেনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। বাতেন পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, উপজেলার চরকলাকোপা গ্রামে ৩ অক্টোবর রাতে নারীকে দলবেঁধে ধর্ষণ শেষে হাত-পা, চোখ-মুখ বেঁধে ফেলে রাখার ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। রোববার রাতে চট্টগ্রামের বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোমবার আদালতে সাতদিনের রিমান্ড চাইলে আদালত পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করে। গ্রেফতার করিম উপজেলার চরপোড়াগাছা ইউপির চরকলাকোপা এলাকার আবুল হোসেনের ছেলে। এ মামলার অপর চার আসামিকেও পাঁচদিনের রিমান্ড দেয় আদালত।