হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার সোমবার (১২ অক্টোবর ) ডিবি নরসিংদীর এসআই মাহমুদুল হাসান মারুফ, এসআই মাহমুদুল হাসান সঙ্গীয় ফোর্সসহ শিবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৭:৪৫ ঘটিকায় শিবপুর মডেল থানাধীন বাঘাব ইউনিয়নের নোয়াদিয়া সাকিনস্থ জনৈক সমসের মিলের পশ্চিম পাশে মোড় হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) আমজাদ হোসেন (৩৫), (২) মোফাজ্জল (২৬), উভয়পিতা- তামান মিয়া, (৩) গোলাপ (৩৭), পিতা- সামসুল ইসলাম,সর্বসাং- ব্রাহ্মন্দী, (৪) ইব্রাহিম(৫০), পিতামৃত- জোহর আলী, সাং- নোয়াদিয়া, থানা- শিবপুর, জেলা- নরসিংদীদের ০২ (দুই) কেজি গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১০,০০০/= (দশ হাজার) টাকা। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।