বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় যুবলীগ কর্মী শাকিল হত্যা মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে শহরের বৃন্দাবনপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- মামলার প্রধান আসামি বগুড়া শহরের আকাশতারা এলাকার মোহাম্মদ আলীর ছেলে সুলতান, তার স্ত্রী মলি বেগম ও ছেলে শাওন। জানা গেছে, ১২ জুন সকালে শহরতলীর আকাশতারায় শফিকুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী শাকিলকে কুপিয়ে হত্যা করা হয়। এলাকায় বালুর ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করে। এ ঘটনায় সুলতান, তার স্ত্রী ও ছেলেসহ নয়জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন নিহতের বাবা শফিকুল ইসলাম। এ মামলায় এর আগে আল-আমিন ও রাফী নামে দুইজনকে গ্রেফতার করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বগুড়া সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম রেজা জানান, শাকিলকে হত্যার পর থেকেই স্ত্রী- সন্তানসহ লালমনিরহাটে আত্মগোপনে ছিলেন সুলতান। কিছুদিন আগে বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সোমবার গ্রেফতারদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।