হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডে এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে পাঁচজনকে ২৭০০ টাকা জরিমানা করা হয়।
সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এর দিকনির্দেশনায়। দর্শনা বাসস্ট্যান্ডে হোটেল, ঔষধের দোকান, কাপড়ের দোকানসহ বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান।
এ সময় ৫ জনের কাছ থেকে ২৭০০ টাকা জরিমানা আদায় করা হয়। এবং পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্হ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয়। ট্রেড লাইসেন্স, ডিলিং লাইসেন্স, মোটরসাইকেল আরোহীদের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সংরক্ষণের জন্য বলা হয়। সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
দ