রকিবুল হাসান তোতা, সিনিয়র প্রতিবেদক: ভালোবাসার বন্ধন,অপর নাম, সামাজিক ও মানবতার সেবায় আমরা।,চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে,নেশার ফাঁদে পড়বে যারা,সব হারিয়ে মরবে তারা। এই স্লোগানকে সামনে রেখে,চুয়াডাঙ্গা দর্শনায় অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ভালোবাসার বন্ধন এর সম্মেলন ও পরিচিতি সভা জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ অক্টোবর রবিবার বিকাল ৩টার সময় ভালোবাসার বন্ধন এর আহবায়ক আরিফুল্লাহ তরফদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাজী আলী আজগার টগর, মাননীয় সংসদ সদস্য চুয়াডাঙ্গা-২। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আলী মুনছুর বাবু, উপজেলা চেয়ারম্যান দামুড়হুদা। মোঃ মতিয়ার রহমান,মেয়র দর্শনা পৌরসভা। মাহাবুর রহমান কাজল, অফিসার ইনচার্জ দর্শনা থানা।এস এ এম জাকারিয়া আলম, চেয়ারম্যান মদনা ইউনিয়ন।
সৈয়দ মজনুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ।মোসাররফ হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ। শেখ মোঃ শাহাব উদ্দিন,মহাব্যবস্থাপক প্রশাসন,কেরু এ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড। শফিকুল ইসলাম তরফদার, বিশিষ্ট রাজনীতিবিদ।গিয়াস উদ্দিন পিনা, বিশিষ্ট ক্রীড়াবিদ, ও ভালোবাসার বন্ধন এর সকল সদস্যবৃন্দ সহ উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ সহ অনেকে। অনুষ্ঠান শেষে ভালোবাসার বন্ধন সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মাঝে সম্ভবনা ক্রেস তুলে দেন।