শেরপুর প্রতিবেদকঃ বগুড়ার শেরপুরের গজারিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ইউএনওর গাড়ি ভাঙচুরের মামলায় শনিবার অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- মিলন মিয়া (২৮), রাজু (২৪), সাবেদ আলী (৫০), হায়দার আলী (৫৫) ও মোমা হোসেন (৫০)। জানা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের গজারিয়া গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে গত ৩ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী শেখ ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। এ সময় অবৈধ বালু ব্যবসায়ী তার ওপর চড়াও হয়ে গাড়ি ভাঙচুর ও মারধট করে। এ সময় তার দুই সহযোগীও আহত হন। এ ঘটনায় ওই রাতেই শেরপুর থানায় একটি মামলা করা হয়। মামলায় ওই দিন আটজনকে আটক করা হয়। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রাখে পুলিশ। এরই জের ধরে গত শনিবার অভিযান চালিয়ে খামারকান্দি ইউনিয়নের নলডেঙ্গি গ্রামের মৃত সাজাহান আলীর ছেলে মিলন মিয়া, আবুল হোসেনের ছেলে রাজু, আজহার আলীর ছেলে সাবেদ আলী, মৃত পারোম আলীর ছেলে হায়দার আলী ও খানপুর ইউনিয়নের বড়ইতলী গ্রামের মৃত আরেজ আলীর ছেলে মোমা হোসেনকে আটক করেছে শেরপুর থানা পুলিশ। এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, ইউএনওর গাড়ি ভাঙচুর মামলায় আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।