হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :সিলেটের জাফলং পিয়াইন নদীতে ভারত থেকে ভেসে আসা এক ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এর আগে শনিবার (১০ অক্টোবর) সকালে পিয়াইন নদীতে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। সীমান্তের ওপারে ডাউকি নদীতে পড়ে স্রোতের টানে মরদেহটি বাংলাদেশ সীমান্তে চলে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনাক্রমে মরদেহ হস্তান্তর করা হয়।