ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ার উত্তর যশপুরে চাচার বিরুদ্ধে চার বছর বয়সী আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত চাচাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সোনাগাজীতে পালিয়ে থাকা চাচা ইমন ফারুক বাদশাকে কৌশলে ছাগলনাইয়ায় ডেকে এনে পুলিশে সোর্পদ করে ভুক্তভোগীর স্বজনরা। অভিযুক্ত ইমন উপজেলার মহামায়া ইউপির বাসিন্দা। পুলিশ জানায়, সোমবার দুপুরে শিশুটি নিজ বাড়িতে খেলছিল। এসময় চিপস কিনে দেয়ার লোভ দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে ইমন। একপর্যায়ে শিশুটির চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ধর্ষক বাদশা পালিয়ে যায়। পরে গুরুতর আহত শিশুটিকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার রাতে শিশুটির মা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ছাগলনাইয়া থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, অভিযুক্ত ইমনকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।