নিজস্ব প্রতিবেদকঃ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে জাপানি দাতা সংস্থা জাইকা’র অর্থায়নে প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা পৌরসভার ০৮নং ওয়ার্ডের বেলগাছি মিয়ার ঈদগার নিকট ৪০০ মিটার গভীর নলকূপ স্থাপন কাজের উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিকালে এ কাজের উদ্বোধন করেন পৌরসভার মেয়র মো: ওবায়দুর রহমান চৌধুরী জিপু।
এ সময় তিনি বলেন, ‘সুপেয় পানির সমস্যা সমাধানে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অত্যাধুনিক ও অধিক ক্ষমতা সম্পন্ন উৎপাদক নলকূপ স্থাপনের কাজ শুরু করা হলো। প্রকল্পটি বাস্তবায়িত হলে চুয়াডাঙ্গা পৌরবাসী তথা ৮নং ওয়ার্ডের বেলগাছি এলাকার মানুষের পানি সমস্যা অনেকাংশে লাঘব হবে।’উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মুন্সি মো: রেজাউল করিম খোকন, কাউন্সিলর মো: সিরাজুল ইসলাম মনি, কাউন্সিলর মোছা: শেফালি খাতুন, সহকারী প্রকৌশলী মো: হাফিজুর রহমান কাওছার, সহকারী প্রকৌশলী (পানি) এ, এইচ, এম সাহীদুর রশীদ, উপ-সহকারী প্রকৌশলী মোমিনুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী, বাদশা মিয়া, ঠিকাদার প্রকৌশলী জামিল আহম্মেদ, সহকারী মাষ্টার ড্রিলার আব্দুল জলিল, বেলগাছি এলাকার শিক্ষক রাশিদুল ইসলাম,শামীম রেজা, হামেদুর রহমান, কাজী রফিকুল হক, মতিয়ার রহমান, ইদ্রিস আলী, সাইফুল জোয়ার্দার, মনোয়ার হোসেন, আরিফ বিল্লাহ ও মাওলানা মো: রেজাউল করিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: জানিফ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। পৌর কতৃপক্ষ জানায়,‘গভীর নলকূপটি স্থাপন হলে বেলগাছি এলাকায় সুপেয় পানির সরবরাহ করা সম্ভব হবে এবং জীবনযাত্রার মান বৃদ্ধি ও আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন হবে।