খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা অফিসঃ চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে আলমডাঙ্গা উপজেলার নওদাপাড়া এলাকায় পণ্যবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় আইয়ুব আলী (৫০) নামে একজন সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ,নিহত আইয়ুব আলীর বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া গ্রামের রেল গেট পাড়ায়। তিনি ওষুধ কিনতে আলমডাঙ্গা আসার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় আহত হন। মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথিমধ্যে মারা যান। আজ বুধবার লাশ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরন করা হবে। ঘাতক কভার্ডভ্যান ঢাকা মেট্রো ট-১৩-৫৪৫৩ থানা হেফাজতে নেয়া হয়েছে। ড্রাইভার ও হেলপার পালাতক রয়েছে। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।