নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন(বাসককফে) চুয়াডাঙ্গা জেলা শাখার পরিচিতি, বিশেষ বর্ধিত সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে পৌর অ্যাসোসিয়েশন হলে এ আয়োজন করা হয়। সংগঠনের চুয়াডাঙ্গা জেলা কমিটির কার্যকরী সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চুয়াডাঙ্গা জেলা বাসককফের সভাপতি আব্দুস ছালাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অতিরিক্ত সাধারণ সম্পাদক সত্যেন্দ্র নাথ কুমার দাস, সহসম্পাদক রবিন কুমার, সহসম্পাদক ও দামুড়হুদা উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল গফুর এবং যুগ্ম সাধারণ সম্পাদক আছিয়া খাতুন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়ন ও সঞ্চলনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শিমুল।