নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সচেতন যুব কল্যাণ সমিতির পক্ষ থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের গরিব ও দুস্থ রোগীদের জন্য ১০০ ব্যাগ কলেরা স্যালাইন প্রদান করা হয়েছে। গতকাল সকালে সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শামীম কবীরের কাছে এ স্যালাইন প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, উপজেল যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমিতির সভাপতি কাজী রফিকুল হক, সাধারণ সম্পাদক চাঁদ আলী, যুগ্ম সম্পাদক ফিরোজ আল মামুন, অর্থ সম্পাদক সাহেদুর রহমান খোকন, উপদেষ্টা হামিদুর রহমান, আসাদুজ্জামান, হাসিবুল রেজা শামীম, সদস্য তুহিন, আলী নূর কিবরীয়া, কাজী শফিকুল হক, মজিবার রহমান ও ওহিদুল ইসলাম। সিভিল সার্জন ও আরএমও এ সময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পক্ষ থেকে সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য সমিতির সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।