দামুড়হুদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ জাহিদুল ও ঝণ্টু নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার পারকৃষ্ণপুর বাজার পাড়া থেকে তাঁদের আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন দামুড়হুদা পারকৃষ্ণপুরের আব্দুর রহমানের
ছেলে জাহিদুল ও একই গ্রামের পূর্বপাড়ার লিয়াকত আলীর ছেলে ঝণ্টু।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস গতকাল সোমবার সন্ধ্যায় থানার ফোর্স নিয়ে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর বাজার পাড়ায় মাদকবিরোধী অভিযান চালান। এ সময় সেখান থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী জাহিদুল ও ঝণ্টুকে আটক করেন তিনি।