জাগো দেশ,প্রতিবেদনঃ ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ১১ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার বেলা ২টার দিকে ফরিদপুর সদর উপজেলার ধুলদী এবং আড়াইটার দিকে নগরকান্দা উপজেলার তালমা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে গোপালগঞ্জগামী কমফোর্ট লাইন পরিবহনের একটি বাস দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এরপর বাসটি ধুলদী বাজার সংলগ্ন সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শওকত জোয়ারদার জানান, ঘটনাস্থলেই ৬ জন নিহত হন। আহত ২২ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, সেখানে আরও দু’জনের মৃত্যু হয়। এদের মধ্যে হানিফ নামে বাসটির সুপারভাইজারের নাম জানা গেছে। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।