সোমবার, ০৩ অগাস্ট ২০২০, ০৭:১৮ অপরাহ্ন

চুয়াডাঙ্গার পুলিশ সুপর জাহিদুল ইসলাম-সহ ঈদের দিন নতুন ২৫ জনের করোনা শনাক্ত :

Reporter Name / ৯৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ০৩ অগাস্ট ২০২০, ০৭:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব জাহিদুল ইসলাম-সহ জেলায় আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ঈদের দিন চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের হাতে ৫৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ৩০ জনের কোভিড-১৯ পজিটিভ হয়েছে। এর মধ্যে ৫ জনের পুনঃ পরীক্ষার রিপোর্ট। ২৫ জন নতুন। এ দিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬শ ৪৩ জন। মোট সুস্থ হয়েছেন ২শ ৯৭ জন।

চুয়াডাঙ্গা জেলায় ঈদের দিন কোন স্বাস্থ্য কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হয়নি। এদিন যে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে তার মধ্যে চুয়াডাঙ্গা পৌর এলাকারই ১৭ জন। আলমডাঙ্গা উপজেলার ৪জন, দামুড়হুদা উপজেলার ৩জন। চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতালপাড়ার ৪জন, ঈদগাপাড়ার ২জন, তালতলার ১জন, সাতগাড়ির ১জন, চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার এসপি জাহিদুল ইসলাম একজন, বেলগাছির একজন, সদর হাসপাতালের ১জন, কোর্টপাড়ার ১জন, মুক্তিপাড়ার ২জন, রেলপাড়ার ১জন, বিদ্যুত অফিসের ১জন, পুরাতন হাসপাতালপাড়ার ১জন। আর জেলা সদরের একজন ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়নের একজন। দামুগহুদার তিন জনের মধ্যে দর্শনা পুরাতন বাজারপাড়ার ১জন, উজিরপুরের একজন, কানাইডাঙ্গার ১জন। আলমডাঙ্গা উপজেলার সমাজ সেবা কার্যালয়ের একজন, স্টেশনপাড়ার ১জন ও আলমডাঙ্গা কোর্টপাড়ার ১জন। চুয়াডাঙ্গায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১০ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৬ জন। প্রাতিষ্ঠানিক আইসোলশেন রয়েছেন ৫৪ জন। হোম আইসোলশেন রয়েছেন ২শ ৭৪ জন। ঈদের একজনও সুস্থতা পাননি। ফলে মোট সুস্থের সংখ্যা ২শ ৯৭ জনই রয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভা এলাকায় ব্যাপকহারে করোনা ভাইরাস সংক্রমণ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেকেই অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেছেন, জেলা শহরে প্রায় প্রতিটি মহল্লাতেই রয়েছে করোনা রোগী। দিন দিন সংক্রমণের সংখ্যা বাড়ছে মূলত উপসর্গ নিয়ে জনগণের মাঝে মেলা মেশার কারণে। অনেকেই নমুনা দিয়েও জনসাধারণের মাঝে ঘুরে নিজেদের কাজ সারছেন। কেউ কেউ চা দোকানে বসে খোস গল্পেও মেতে উঠছেন। এ দিকে বিশেষ নজর দেয়া জরুরী হয়ে পড়েছে বলে সচেতনমহলের অভিমত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর