বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৪:৫২ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় হঠাৎ বিদ্যুতের আসা-যাওয়া, সঙ্গে লো-ভোল্টেজ

Reporter Name / ১৭৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৪:৫২ অপরাহ্ন

বিশেষ প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা শহরে বিদ্যুতের হঠাৎ আসা-যাওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। সকাল থেকে রাত অবধি কিছু সময় পরপর বিদ্যুৎ চলে যাওয়ায় অসুবিধায় পড়তে হয়েছে সরকারি- বেসরকারি অফিস-আদালত, স্কুল-কলেজ ও ব্যাংক-বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের। একই সঙ্গে রয়েছে লো-ভোল্টেজ। যে কারণে অনেক সময় বিদ্যুৎ থাকলেও বিদ্যুচ্চাালিত সরঞ্জামে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে চুয়াডাঙ্গা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী সবুক্ত গীন বলেন, দৌলাতদিয়াড়, বড় বাজার, বাদুরতলাসহ বেশ কয়েকটি স্থানে ট্রান্সফরমারে আগুন লাগায় বড় বাজার ফিডারের অধীনে থাকা গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কিছুটা ব্যাহত হয়েছে। তবে রাতের মধ্যেই এ সমস্যা সমাধান করা হয়েছে বলে জানান তিনি।লো-ভোল্টেজ প্রসঙ্গে তিনি জানান, মূল সিস্টেমে (গ্রিড) লো- ভোল্টেজ থাকায় গ্রাহক পর্যায়ে লো-ভোল্টেজ রয়েছে। প্রকৃতপক্ষে এ বিষয়ে ওজোপাডিকোর পক্ষে কিছু করার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

এক ক্লিকে বিভাগের খবর