দিদারুল ইসলাম রাসেলঃ বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে বাগেরহাট সদরের খানপুর ইউনিয়নে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।আজ সোমবার (২৫ মে) বিভিন্ন মসজিদ পরিদর্শন করে এ বিষয়টি লক্ষ্য করা গেছে। এ বছর ঈদের নামাজে বেশ কিছু নির্দেশনা দিয়ে ঈদের জামাত আদায় করার জন্য সরকার থেকে নির্দেশ দেয়া হয়েছে। মসজিদে প্রবেশের পূর্বে সাবান দিয়ে হাত পরিষ্কার করা, মাস্ক ব্যবহার করা,মসজিদ পরিষ্কার করা,নিজস্ব জায়নামাজ ব্যবহার করা,এক কাতার দাড়ানোর পর মাঝে ফাঁকা রাখা সহ বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। জানা যায়,নোভেল করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ার সুস্থ ও সুন্দর জীবনযাপন করার জন্য এ নির্দেশনা দেয়া হয়েছে।এ বিষয়ে মাননীয় প্রমানমন্ত্রী শেখ হাসিনাও বেশ গুরুত্ব দিয়ে বলেন,এবারের ঈদ আনন্দ ঘরে কাটাবেন সবাই। এ বিষয়ে দক্ষিণ খানপুর কাছারি বাড়ি মসজিদের সভাপতি হাওলাদার আমজাদ হোসেন বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা সকল নির্দেশনা পালন করার চেষ্টা করেছি।সবাইকে বিষয়টি বোধগম্য করাতে পেরেছি বলে আমি মনে করি”।উল্লেখ্য, এ বছরের ঈদে আনন্দের ছাপটা ছিল খুবই কম।