নিজস্ব প্রতিবেদকঃ দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় থেকে এনজিও কর্মি সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার(২৫ মে) সকালে দামুড়হুদা মডেল থানার পুলিশ লাশ উদ্ধার করে।দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই)তপন কুমার নন্দী প্রতিবেদক কে জানান, মুন্সিপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় একটি মেহগনি বাগানে থেকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের নুতনপাড়ার আব্দার আলীর ছেলে সাইফুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।মরদেহে কানের ভিতরে লোহার রড় ঢুকানো চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে অভিনব কায়দায় হত্যা করা হয়েছে। সে ব্র্যাক এনজিও তে চাকুরি করত। এদিকে গুঞ্জন রয়েছে গত রবিবার গ্রামে জনৈক এক ব্যক্তির সাথে গরুর মাংস নেয়া কে কেন্দ্র করে উভয়ের মধ্যে হাতাহাতি হয়েছে বলে জানা যায়। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্হলে ছুটে আসেন সহকারি পুলিশ(সার্কেল) সুপার আবু রাসেল, দামুড়হুদা মডেল থানা অফিসার ইনচার্জ আব্দুল খালেক।