মেহেদী হাসান মিলন, কার্পাসডাঙ্গা অফিসঃ দামুড়হুদা উপজেলার নাটুদাহের জগন্নাথপুরে গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরন করা হয়েছে। আজ শনিবার বেলা ৩ টার দিকে জগন্নাথপুর গ্রামে ঈদ উপহার বিতরণ করা হয়। গ্রামের কৃতি সন্তান নাটুদাহ ইউনিয়ন পরিষদের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ আমির হোসেনের নিজস্ব তহবিল থেকে গ্রামের অসহায় গরীবদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। করোনা ভাইরাসের কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষক আমির হোসেন প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ ইমান আলী, আওলাদ হোসেন, তারিক হোসেন, ইকবাল হোসেন, ফারুক হোসেন প্রমুখ। এরআগেও তিনি ত্রাণ ও নগদ টাকা বিতরণ করেছে কর্মহীনদের মাঝে।