বিশেষ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ২৯২৫ টি মসজিদে পৌছে দেয়া হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার। প্রতিটি মসজিদে দেয়া হচ্ছে ৫ হাজার টাকা।
শনিবার (২৩ মে) দুপুরে এসব তথ্য জানান ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ পরিচালক জাকির হোসাইন। ২৯২৫ টি মসজিদে সর্বমোট ১ কোটি ৪৫
লক্ষ ২৫ হাজার টাকা আজকের মধ্যে পৌছে দেয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি জানান, প্রতিটি উপজেলায় নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মসজিদ কমিটিগুলোর কাছে প্রধানমন্ত্রীর উপহার এ টাকা পৌছে দেয়া হচ্ছে। সকালে বন্দর উপজেলায় টাকা পৌছে দেয়ার কার্যক্রম শুরু হয়। আমরা চেষ্টা করছি আজকের মধ্যে সবগুলো মসজিদে পৌছে দিতে। এ টাকা মসজিদ কমিটির ইমামসহ মসজিদ সংশ্লিষ্টদের বেতনের সাথে সমন্বয় করবেন কমিটির সদস্যরা।