নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় ৩৩ জন ডেঙ্গু রোগীর মধ্যে সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ২৪জন। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯ জন। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন পৌরসভার নূরনগর কলোনীপাড়ার সুজন আলীর স্ত্রী রেখা খাতুন (২৮),সুমিরদিয়া কলোনী পাড়ার আকবর আলীর ছেলে বিমান বাহিনীর সদস্য মিন্টু ইসলাম (৩১),হাসপাতাল পাড়ার রুহুল আমীনের মেয়ে আফিয়া আমীন (৩),দেীলতদিয়াড় গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী সারজিনা খাতুন (৩৫) ও দামুড়হুদা উপজেলার রামনগর কলাবাড়ী গ্রামের রমজান আলীর ছেলে আসমান আলী (৩৫) ।