শনিবার বিকালে দর্শনা অডিটোরিয়াম চত্বারে চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলি আজগর টগর ও দর্শনা পৌর সভার মেয়র মতিয়ার রহমান জাতীয় সংগীতের তালে তালে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দ্দার।
ভারতের কলকাতার রুবি জেনারেল হাসপাতালের ডেপুটি মেডিকেল ডিরেক্টর ডা. সুজয় রঞ্জনের নেতৃত্ব ৫ সদস্যের একটি মেডিকেল টিম চিকিৎসা দিচ্ছেন। বাংলাদেশের কয়েক জন চিকিৎসক এ ক্যাম্পে রয়েছেন। ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্প জেলার দুস্থ মানুষদের উন্নত মানের চিকিৎসা সেবা দিচ্ছেন।
চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলি আজগর টগরের আয়োজনে ইন্দো-বাংলা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।প্রতিবন্ধিদের মাঝে ৫০টি হুইল চেয়ার প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে রোগির বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়।